২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
জুবায়ের আহমেদ রুমি মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিগত ১৫-১৬ ইং তারিখের সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক ও আইনজীবীদের উপর পুলিশী হামালার প্রতিবাদ ও গ্রহনযোগ্য নির্বাচন কমিশন গঠনপূর্বক পু:ন নির্বাচনের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা ইউনিট।
আজ রবিবার (১৯ মার্চ ) মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি এড. মামুনুর রশিদ ও সাধারন সম্পাদক বকসী জোবায়ের আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবন সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সম্মুখে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এড. তোফায়েল আহমেদ, সহ সভাপতি এড. গোবিন্দ মোহন পাল, সহ সভাপতি এড. আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক এড. নিয়ামুল হক, কোষাধক্ষ এড. সাকির আহমেদ, কমিটির সদস্য এড. দেলোয়ার হোসেন, এড. বিল্লাল হোসেন, এড. তোফাজ্জল হোসেন টিটু, এড. সুবিনা আক্তার, এড. আলমগীর হোসেন, এড. ইজাজুল ইসলাম তানভীর, এড. সাইদ আহমেদ আদনান, এড. সৈয়দ জাবেদ আলী নাইম প্রমুখ।
এসময় বিক্ষোভ সমাবেশ থেকে প্রহসনের নির্বাচন বাতিল পুর্বক পুন: নির্বাচনের দাবী এবং আইনজীবীসহ সাংবাদিকের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com