২৮শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩
কপিল দেব:
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ শুক্রবার ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মহড়ায় মিলিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সভায় সভাপতিত্ব করেন।
দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ব্যক্তিবর্গ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মৌলভীবাজারের কর্মকর্তারা। তাছাড়া তাদের সাথে যোগ দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com