৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
জুবায়ের আহমেদ রুমি মৌলভীবাজার প্রতিনিধিঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদেরের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি।
শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় শহরের প্রেসক্লাব মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ৭ উপজেলা থেকে জাতীয় মহিলা পার্টিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে যোগ দেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জিএম কাদেরের ওপর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেলা সদস্য সচিব মাহমুদূর রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় জাতীয় পার্টির পক্ষ থেকে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. দুরুদ মিয়া, কুলাউড়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলে মওলা চৌধুরী ফুয়াদ, আব্দুল মালিক, শেখ আশরাফ উদ্দিন, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক আখতার মিয়া প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com