১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার শহরে দিনে-দুপুরে এক গৃহবধুর স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরের দিকে শহরের ঢাকা-সিলেট বাসস্ট্যান্ড এলাকার চিটাগাং ফরেন ফার্নিচারের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের স্বীকার ঐ গৃহ বধূর নাম দিলারা বেগম (৪৫)। তিনি পৌর শহরের ওয়াপদা এলাকার মৃত শাহাদৎ আলীর স্ত্রী বলে জানা গেছে।
গৃহবধূর স্বামী মৃত শাহাদৎ আলীর বড় ভাই মোঃ লিয়াকত আলী জানান, দিলারা বেগম শহরের কুসুমবাগ থেকে রিক্সায় করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে বাসষ্ট্যান্ড সংলগ্ন চিটাগাং ফরেন ফার্নিচারের সামর্নে পৌচ্ছা মাত্র ২জন ছিনতাইকারি দেশীয় অস্ত্র দেখিয়ে ভ্যানিটি ব্যাগে রাখা নগদ ৭ হাজার টাকা,১টি স্বর্ণের চেইন ও ১ ভরি ওজনের এক জোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে দ্রুত শ্রীমঙ্গলের দিকে চলে যায়।
মৌলভীবাজার মডেল থানার এএসআই মো:তুহিন আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে,মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com