ঢাকা ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে পশুর হাট ও চামড়া সংরক্ষণ নিয়ে সভা অনুষ্ঠিত

redtimes.com,bd
প্রকাশিত জুন ২০, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে পশুর হাট ও চামড়া সংরক্ষণ নিয়ে সভা অনুষ্ঠিত

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে কুরবানির হাট, ঈদ ও চামড়া সংরক্ষণ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মহসিন, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান।

এসময় জেলাপ্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর জেলায় ৮০ হাজার ৬৯২টি পশু কুরবানির জন্য লাগলেও পশু মজুদ আছে ৬২ হাজার ৫২টি। ঘাটতি রয়েছে ১৮ হাজার ৬৪০টি।

তবে তিনি বলেন হয়তো বাহিরের জেলা থেকে এনে তা পুরোন করা যাবে। ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ৭০০ সদস্য মাঠে থাকবে। অন্যদিকে যানবাহন নিয়ত্রনে আরও ২০০ পুলিশ মোতায়েন থাকবে।

এবার জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৪ টি পশুর হাট বসবে। এরমধ্যে স্থায়ী ১৯টি ও অস্থায়ী ১৫টি রয়েছে। শহরের বাহিরে বাস টার্মিনাল এলাকায় এবছরও অস্থায়ী কাচা চামড়ার বাজার বসবে বলে জানানো হয়।

এসময় জেলা প্রশাসক বলেন, জেলায় শান্তিশঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠভাবে কোরবানির হাট পরিচালনা করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, চামড়া সংরক্ষণ করতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। ৭দিনে আগে ঢাকার বাহিরে থেকে চামড়া ঢাকায় নেয়া যাবেনা।

লবন যাতে পর্যাপ্ত পরিমানে ব্যবসায়ীরা পায় সে ব্যবস্থাও করা হবে। এসময় চামড়া ব্যবসায়ীরা বলেন, টেনারী মালিকদের কাছে তাদের কোটি টাকার উপরে পাওনা রয়েছে। গত বছরেও তারা লোকসান গুনতে হয়েছে।

এছাড়াও প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চামড়া ব্যবসায়ী, ইমাম, লবন ব্যবসায়ীগনসহ অনেকেই।

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031