রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
‘মৌলভীবাজার সদর, কুলাউড়া, শ্রীমঙ্গল, বড়লেখা ও রাজনগর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৪ জন গ্রেফতার”
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম, এসআই/মোঃ জামাল উদ্দিন, এসআই/অলক বিহারী গুণ, এসআই/আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই/এহসানুল হক হীরা, এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় আজ (১৭ জুন) রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ০৬ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। জিআর-১৫২/১৭ (শ্রী:) এর ০৬ মাসের কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ পারভেজ মিয়া, পিতা-লেচু মিয়া, সাং-বিরাইমপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ২। জিআর-২৩১/২০ (শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামি শিবনাথ রবিদাশ প্রকাশ শিনাথ, পিতা-রতন রবি দাশ, সাং-মির্জাপুর চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৩। সিআর-৫৮০/২২(শ্রী) এর পরোয়ানাভুক্ত আসামি খাতুন বিবি, পিতা-মৃত উসমান মিয়া, সাং-পশ্চিম সাতগাও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৪। শাহ আলম, পিতা-মৃত সৈয়দ উল্লা, সাং-পশ্চিম লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৫। নাঃ শিঃ মামলা নং-১৭৩/১৯ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ তুতা মিয়া, পিতা-মৃত ইছাক মিয়া, সাং-দিলবরনগর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ৬। শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৬)২৩ এর আসামি রাসেল আহমদ ডন(৩০), পিতা-মৃত আবু সাঈদ মিয়া, গ্রাম-বিরাইমপুর, থানা- শ্রীমঙ্গল, জেলা –মৌলভীবাজারদের গ্রেফতার করেন।
রাজনগরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ও জুয়ারিসহ ৬ জন গ্রেফতার
রাজনগর থানা পুলিশের পৃথক অভিযানে ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং জুয়ার আসর থেকে ০৫ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৬ জুন) রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকার সময় রাজনগর থানার কামারচক বাজারে অভিযান পরিচালনা করে ০৫ জুয়ারিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামাল উদ্দিন এবং এএসআই মোঃ আকছির মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাজনগর থানাধীন ৭নং কামারচাক ইউপির কামারচাক বাজারে আটককৃত জনৈক আছদ মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদী ও নগদ টাকাসহ ১। মোঃ আছদ মিয়া (৩৩), পিতা-মৃত আকলিছ মিয়া, ২। জহির মিয়া (২৫), পিতা-মৃত সারম মিয়া, ৩। রাজু মিয়া (২৮), পিতা-মোঃ রমজান আলী, ৪। মোঃ হারুন মিয়া (২৮), পিতা-আব্দুল ওয়াহিদ এবং ৫। মোঃ খালিছ মিয়া (৩৫), পিতা-মৃত তালেব মিয়া, সর্ব সাং-কামারচাক, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজারদের আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে হতে জুয়া খেলায় ব্যবহৃত ২৮ টি গাফলা গুটি ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজনগর থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
রাজনগর থানার অপর এক অভিযানে এসআই সুলেমান আহমদ, এসআই উবায়েদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাজনগর থানাধীন চান্দভাগ গ্রামে অভিযান পরিচালনা করে ০৬ মাসের সাজা প্রাপ্ত আসানি হারাধন ধর, পিতা-গোপিকা রঞ্জন ধর, সাং-চান্দভাগ, থানা-রাজনগর, জেলা-মৌলভীজারকে গ্রেফতার করে।
বড়লেখা থানা পুলিশের অভিযানে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে শাহিন আহমেদ নামে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (১৬ জুন) রাতে বড়লেখা থানার এসআই/শহিদুল ইসলাম, এএসআই/হরিধন দেবনাথ সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান করে জিআর-৮১/২০০০(বিয়ানীবাজার) মামলায় ১ বছরের এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহীন আহমদ,পিতা-আবুল হোসেন, সাং-গাংকুল, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার কে গ্রেফতার করেন।
কুলাউড়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ০৮ জন গ্রেফতার
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ওয়ারেন্ট ভুক্ত ০৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ (১৭ জুন) এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন আসকরাবাদ ফুটবল খেলার মাঠে অভিযান পরিচালনা করে হইতে কুলাউড়া থানার হত্যা মামলার পলাতক আসামি ১। কেওয়ালাসা সুয়েল, পিতা-জরলী খংলা, সাং-এওলাছড়া পুঞ্জি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন।
কুলাউড়া থানার অপর অভিযানে এসআই/পরিমল চন্দ্র দাস, এসআই/মোঃ মনির হোসেন, এএসআই/তপন দে, এএসআই/নাজমুল হোসেন, এএসআই/রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ৯৪/২০, নারী ও শিশু ১০৮/১৮, সিআর ২৮/২৩ (বন), সিআর ২৩১/২৩ (কুলাউড়া), সিআর মামলা নং-২০৪/২০২৩ (কুলাউড়া) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। মোঃ আবুল মিয়া, পিতা-মৃত নুর মিয়া, সাং-খুমিয়া, ২। মোঃ ছাতির আলী, পিতা-মোঃ আকলিছ আলী, সাং-পূর্ব ফটিগুলি, ৩। জলাল মিয়া, পিতা-ইন্তাজ আলী, সাং-পূর্ব টাট্টিউলী, ৪। কাশেম মিয়া, পিতা-মৃত আলী আকবর, নন্দনগর টিকরা, ৫। আনই মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, ৬। রেনু মিয়া, পিতা-মৃত মিছির মিয়া, সাং-খাদিমপাড়া, ৭। আজহার ইসলাম অপু, পিতা-রুস্তম আলী, সাং-গিয়াসনগর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন।
মৌলভীবাজার সদর থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ০৩ জন গ্রেফতার
আজ (১৭ জুন) মৌলভীবাজার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলার সাজা গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ১। আলাউদ্দিন আলী, পিতা – লায়েকআলী, সাং- দরগা মহল্লা, জিআর পরোয়ানা ভুক্ত আসামি ২। লিটন মিয়া, পিতা- মহু মিয়া, সাং- কাগাবালা এবং জিআর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ৩। রমজান মিয়া, পিতা- খাতুন মিয়া, সাং- বেকামুরাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সব আসামিকে আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন