মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ১২, ২০২২

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

কপিল দেব স্টাফ রিপোর্টার

 

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে, আজ রবিবার ( ১২ জুন) সকাল ১১:৩০ ঘটিকায় বেঙ্গল কনভেনশন হলে আমন্ত্রিত অংশগ্রহণকারীদের নিয়ে ‘মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

 

মৌলভীবাজার জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন,সংসদ সদস্য, সংরক্ষিত আসন (মৌলভীবাজার-হবিগঞ্জ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মৌলভীবাজার, প্রশাসক, জেলা পরিষদ, মৌলভীবাজার, মেয়র, মৌলভীবাজার পৌরসভা, চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা প্রমুখ।

এদিকে আজকের কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শামীমা নাসরীন, পরিচালক (গবেষণা ও সক্ষমতা বিকাশ) ও উপ-প্রকল্প পরিচালক, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প, গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোহাম্মদ কামরুল হাসান পরিচালক (উদ্ভাবন), গভর্নেন্স ইনোভেশন ইউনিট।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930