৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
মো.আব্দুল কাইয়ুম,মৌলভীবাজার:
তৃতীয়ধাপে অনুষ্ঠিত আগামী ৩০ জানুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে মৌলভীবাজার পৌরসভায় বিএনপি দলীয় মেয়র প্রার্থী মো. অলিউর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগে অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণাও তত জোরদার হচ্ছে। প্রতিদিনই দলটির বিভিন্ন সহযোগি সংগঠন ধানের শীষে ভোট চেয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন।
রবিবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে মৌলভীবাজার শহরের পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শান্তিবাগ,মধ্যপাড়া,কোর্টরোড,চৌমুহনা ও চাদনীঘাট ব্রীজ এলাকায় দলের মেয়র প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন পৌর বিএনপির নেতারা। পৌর নির্বাচনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন এর নেতৃত্তে প্রচারণায় এসময় সাথে ছিলেন,মেয়র প্রার্থী অলিউর রহমান,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রকিব সাবু,সাংগঠনিক সম্পাদক মতিন বক্স,সদর থানা বিএনপির সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক,পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু,সদস্য সচিব, মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।
এসময় উৎসবমুখর পরিবেশে দলীয় নেতারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান,রিক্সা ও ভ্যানচালক,সাধারণ প্রথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে ধানের শীষের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766