মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার বিশেষ আদালতের দেয়া রায় ও সাজা দেওয়ার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে¡ শহরের এম বি ক্লথ ষ্টোর এর সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিকন্দর আলী সড়কে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপি’র সদস্য, মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক এম এ নিশাত, জিয়া মঞ্চের আহবায়ক মুনাহিম কবির, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান, মৌলভীবাজর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন