মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান এর বাসায় পুলিশ তল্লাসি চালিয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্র“য়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিপি মিজানের কাশিনাথ সড়কের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেন জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী। তবে পুলিশি তল্লাসীর সময় ভিপি মিজান বাসায় ছিলেন না বলে জানা গেছে। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহাম্মদ এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মুঠোফোনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানান, সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদের নেতৃত্বে পুলিশ আমার বাসায় অভিযান চালিয়েছে। তিনি বলেন, সম্ভবত আজকে বিকালের দিকে বিএনপি চেয়ারপার্সনের কারাদন্ডের প্রতিবাদ জানাতে বিক্ষোভ কর্মসূচী পালন করায় তারা গ্রেফতারের উদ্দেশ্যে তার বাসায় গেছেন ।
সংবাদটি শেয়ার করুন