২৭শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৪ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার: মৌলভীবাজারে ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএএম) নির্বাহী পরিষদ ও সিনিয়র ক্রিকেটার সমন্বয়ে প্রীতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি কলেজ স্টেডিয়ামে আনন্দ মোখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে মুখোমুখি হয় “শহীদ মুকিত প্রেসিডেন্ট একাদশ” বনাম “শহীদ খোকা সেক্রেটারি একাদশ”।
শুরুতে টসে জয়লাভ করে শহিদ মুকিত একাদশের অধিনায়ক সাহরিয়ার মোস্তফা তানিম ব্যাট করার সিদ্ধান্ত নেন। ১৬ ওভারের ম্যাচে শহিদ মুকিত প্রেসিডেন্ট একাদশ ১৭৯ রানের বড় সংগ্রহ করেন দলের পক্ষে।
জবাবে ১৮০ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ১৬ ওভারে ৮ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে ১৮ রানে পরাজিত হয় শহীদ খোকা সেক্রেটারি একাদশ ।
ম্যাচ শেষে শহিদ মুকিত প্রেসিডেন্ট একাদশ এর পক্ষে সিনিয়র ক্রিকেটার মাহবুব ইজদানি ইমরান অসাধারণ বোলিং করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766