মোঃ আব্দুল কাইয়ুম,
মৌলভীবাজারে বিষপানে ডাচ বাংলা ব্যাংকের হবিগঞ্জ ব্রাঞ্চের এটিএম বুথের দ্বায়িত্বে নিয়েজিত সিকিউরিটি গার্ড মিলাদ আহমদ মিনু (২৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মিনু মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের মৃত হায়দর মিয়ার ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিনুর পারিবারিক সূত্রে জানা যায়, অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাত ৯ টার দিকে বাড়ির পাশের ক্ষেতে মিনুকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে বৃহস্পতিবার ভোরে সে মারা যায়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক এস.আই আব্দুল মালিক বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদটি শেয়ার করুন