২রা মার্চ ২০২১ ইং | ১৭ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৯
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১এপ্রিল) দুপুর ১২টার দিকে বিদ্যালয় হলরুমে কয়েকশ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু শেখর পাল এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ফণি ভূষণ রায় চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান মুজুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ ফয়জুল ইসলাম, মোঃ সাজিদুর রহমান, সাংবাদিক মোঃ জাকির হোসেন, মোঃ জসিম মিয়া, নন্দদুলাল দাস, কামরুজ্জামান শিপন ও রিতা রানী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষাখাতসহ ব্যাপক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ নিয়ে মনোমুগ্ধকর জারিগান পরিবেশন করা হয় । এছাড়াও মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে দেশাত্মবোধক গান পরিবেশন করে শিক্ষার্থীরা ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766