ঢাকা ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে ফ্রি হজ প্রশিক্ষণ

redtimes.com,bd
প্রকাশিত মে ২৪, ২০২৩, ১০:০৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের উদ্যোগে ফ্রি হজ প্রশিক্ষণ
স’লিপকঃ
হজ যাত্রীরা সঠিকভাবে হজের প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজ পালন অনেকটাই সহজ হয়ে যায়। হজ যাত্রীদের হজ পালন সহজতর করার লক্ষ্যে মৌলভীবাজারে দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্রের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বুধবার (২৪ মে) দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ কোর্সটি মৌলভীবাজারের ধরকাপন এলাকায় রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মৌলভীবাজার জেলাসহ পাশ্ববর্তী হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২২০ জন হজ যাত্রী অংশগ্রহণ করেন। এছাড়ার অংশগ্রহনকারীর সাথে আসা আরও শতাদিক আত্মীয়-স্বজন এসময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে নারীদের জন্য আলাদা ব্যবস্থা ছিল।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান প্রশিক্ষণে হজের মাসলা-মাসায়েল তথা নিয়ম-পদ্ধতি সম্পর্কে ফ্রি প্রশিক্ষণ প্রদান করেন হজ, ওমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। এসময় হজযাত্রী অনেকেরই তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রশিক্ষক তানভির হোসাইন হজ প্রশিক্ষণের গুরুত্ব প্রসঙ্গে বলেন, বাংলাদেশের একজন হজ যাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন। কিন্তু যথাযথভাবে হজের বিধি-বিধান, যাতায়াত, খাবার, সৌদি আরবে চলাফেরা, স্বাস্থ্য সচেতনতাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যথাযথভাবে অবহিত না থাকার দরুণ হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হন। হজ পালনে সমস্যা দেখা দেয়, ক্ষেত্রবিশেষ হজ পালন ত্রুটিযুক্ত হয়ে যায়। সেজন্য দেশ থেকে নিয়ম-কানুন জেনে তা যথাযথভাবে মানলে হজপালন অনেকটা সহজ হয়ে যায়।
প্রশিক্ষণ পরবর্তী ট্রাস্ট্রের অন্যতম পরিচালক সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
পৌর মেয়র ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, আল্লাহর ঘরের মেহমান হজ যাত্রীদের হজ পালন সহজ করতে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট্র গত কয়েক বছর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে।
তিনি হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, হজ পালন অবস্থায় পবিত্রনগরী মক্কায় প্রচন্ড গরম অনুভব হবে। মসজিদে হারাম এলাকায় কোল্ড ও নট কোল্ড দু’ধরনের পানি থাকে। এক্ষেত্রে সবাইকে শতর্কতা অবলম্বন করে নট কোল্ড পানি পান করার পরমর্শ দেন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহনকারী হজ যাত্রীরা উপকৃত হবেন।
ট্রাস্ট্রের পরিচালক সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ বেলাল, সাবেক ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক বুলবুল সহ অন্যান্যরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী হজ যাত্রীদেরকে পবিত্র হজ পালনকালে প্রয়োজনীয় জিনিস উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে হজ নির্দেশিকা, পিঠের ব্যাগ, কোমরের বেল্ট, সেন্ডেলের ব্যাগ, পাসপোর্টের ব্যাগ, হাওয়া বালিশ ও কাংকরের ব্যাগ ইত্যাদি। প্রশিক্ষণকালিন সময়ে চা-নাস্তা, দুপুরের খাবার ও নামাজের ব্যবস্থা ছিল।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031