ঢাকা ৯ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার সমাপনী ও সনদপত্র বিতরণ

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২, ১০:০১ অপরাহ্ণ
মৌলভীবাজারে মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার সমাপনী ও সনদপত্র বিতরণ

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজারঃ

 

 

মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সোমবার (৫ ডিসেম্বর) শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের সোনাছড়া ডিভিশন মাঠে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে ৫ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক মহড়ার সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিন ব্যাপী এই মহড়ার সমাপ্তি ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পাঁচ দিনের এই বিশেষ মহড়া পুলিশ সদস্যদের শৃঙ্খলা, কর্ম দক্ষতা বৃদ্ধি ও নিয়মানুবর্তিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল। মহড়ার অভিজ্ঞতা দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদেরকে অন্যদের চেয়ে আলাদা ভাবে চেনাতে পারবে। যেকোনো প্রতিকূল পরিবেশে দেশ ও দেশের মানুষকে সেবা প্রদান করতে এই মহড়া কাজে লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১০৫ জন সদস্য ৫ দিনব্যাপী মবিলাইজেশন কন্টিনজেন্ট মহড়ায় অংশগ্রহণ করেন।


আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন এন্ড ফাইন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ শহিদুল হক মুন্সী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930