মৌলভীবাজার প্রতিনিধিঃ ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু যুব মহাজোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যেগে আজ ১৭ই নভেম্বর শহরস্থ চৌমুহনা চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এডভোকেট বিষ্ণু পদ ধরের সভাপতিত্বে ও হিন্দু যুব মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক নয়ন লাল দেবের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ নৃপেন্দ্র পাল, কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অঞ্জন প্রসাদ চৌধুরী, রাজনগর উপজেলা শাখার সভাপতি জ্যের্তিময় চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক ডাঃ প্রদীপ দে, যুব মহাজোটের জেলা সভাপতি ইন্দ্রজিৎ পাল, কুলাউড়া শাখার সভাপতি সুজিত দে, সমাজ কর্মী ডাঃ বাসুকী ধর প্রমুখ।
বক্তারা ফেসবুকে উস্কানিমুলক গুজব ছড়িয়ে রংপুরে ঘটে যওয়া পৈশাচিক নির্মম ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত সকল দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সংবাদটি শেয়ার করুন