মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভির পরিবেশে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এর আগে ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের সবচেয়ে নির্মম গণহত্যা চালায়। এর পরপরই হানাদার বাহিনী বাঙালির অবিসংবাদিত নেতা জাতিরজনগ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ।
সোমবার (২৬ মার্চ) প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবসে আতœতানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজনৈতিক,সামাজিক , সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের সাধারণ মানুষ। এসময় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, মৌলভীবাজার আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন এমপি, জেলা প্রসাশক মো: তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মো:শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রমুখ।
এ ছাড়াও জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, পৌরসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারী কলেজ, আইনজীবি পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, শ্রমিক দল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাতীয় পাটি, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন প্রতিষ্ঠান। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যেগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন