ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৪, ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে কদর আলী নামে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) বিকেল অনুমান ৫.০০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই জুনেদ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ শেরপুর বাজারে অভিযান পরিচালনা করে কদর আলীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কদর আলীর বিরুদ্ধে দায়রা ২৪৬/০৮, জিআর ৩৮৬/০৭ মামলায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০,০০০০/- জরিমানা, অনাদায়ে আরও ০১ বছর কারাদণ্ডাদেশ প্রদান করেন।

কুখ্যাত ডাকাত কদর আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের তছর আলীর ছেলে।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ চৌধুরী জানান, ”দীর্ঘদিন ধরেই পুলিশ পলাতক এই আসামিকে গ্রেফতারে তৎপর ছিল। অবশেষে শনিবার বিকেলে আমরা কদর আলীকে গ্রেফতারে সক্ষম হই। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031