প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
কপিল দেব,মৌলভীবাজার:
মৌলভীবাজারে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) শ্রী শ্রী গৌর নিতাই জিউ মন্দির, সৈয়ারপুর আয়োজনে ধর্মীয় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৭ জুলাই ) মৌলভীবাজার ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রম্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এমপি ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুক্তিযুদ্ধের সময় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছিলাম।এদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলের। ধর্মীয় উৎসব মানুষের মনের উদারতা বিকশিত করে। সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল, মৌলভীবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল, জেলা নামহট্ট এর সহ: সভাপতি বিন্দু মাধব কৃপাদাশ, প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা নামহট্ট এর সাধারণ সম্পাদক সেবক কৃষ্ণ দাশ।
এসময়ে ধর্মীয় আলোচনা সভা শেষে জগন্নাথদেব,সুভদ্রা ও বলরামের বিগ্রহ নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি সৈয়ারপুর ইস্কন মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ইস্কন মন্দিরে গিয়ে শেষ হয়।
প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর।জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ হলে মানুষের মুক্তিলাভ হয়।জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না।এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। ঢাকার ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে। গাজীপুরের জয়দেবপুরে মাণিক্যমাধবের রথযাত্রা। ভারতের ওড়িষ্যা রাজ্যের যশোমাধবের রথযাত্রা ও মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাও উপমহাদেশ বিখ্যাত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে।
মৌলভীবাজার রথযাত্রা উপলক্ষে ইস্কন মন্দির ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন,মহাপ্রসাদ বিতরন,শ্রীমদ্ভাগবত গীতা,জগন্নাথের ভোগরাগ,কীর্তন ইত্যাদি।
আগামী (১৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com