২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
জুবায়ের আহমেদ রুমি মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুবাই প্রবাসির একমাত্র ছেলে মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো: শফিউল ইসলাম রাফি (১৯) মৃত্যু বরন করেছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে গিয়াসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মো: শফিউল ইসলাম রাফি মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের দুবাই প্রবাসী মজনু আহমদ এর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে রাফি মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গল যাচ্ছিল পথে গিয়াসনগর এলাকায় একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিলেন তখন রাফি পথচারিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক রাফিকে মৃত্যু ঘোষনা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁর মা ও আত্নীয়স্বজনরা। বারবার মূর্ছা যাচ্ছেন তার পরিবার। এলাকার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com