ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হলো “Estilo Desire” ব্রান্ডের শপিং সপ

redtimes.com,bd
প্রকাশিত মে ২০, ২০২৩, ০১:১১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হলো “Estilo Desire” ব্রান্ডের শপিং সপ

জোবায়ের আহমদঃ

মৌলভীবাজার এই প্রথম সম্পূর্ণ নতুন আঙ্গিকে
সিকান্দর আলী সড়কের আদি এন্ড আরিয়ান শপিং সিটিতে “Estilo Desire” নামীয় ব্রান্ডের দোকান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৯ মে সন্ধ্যা ৭ টায় আদি এন্ড আরিয়ান শপিং সিটিতে নতুন এ কাপড়ের দোকানের ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক,সৈয়দ উমর ফারুক মনি,সৈয়দ ফেরদৌস, সৈয়দ মাসুম,সাংবাদিক তানিম আহমদ,জাকারিয়া আহমদ(সাবেক ছাত্রলীগ নেতা),সৈয়দ আদনান,সাংবাদিক ওমর ফারুক নাঈম, আনিসুল ইসলাম চৌধুরী তুষারসহ আরও অনেকে।

এখানে রয়েছে পুরুষদের আকর্ষণীয় শার্ট, প্যান্ট,জুতা,স্লিপার, “Estilo Desire” ব্রান্ডের আতর,টুপি,মানি ব্যাগ ও ছেলেদের পাঞ্জাবিসহ সব ধরনের নতুন নতুন কালেকশন।এছাড়াও শুভ উদ্বোধন উপলক্ষে যেকোন দুইটি পণ্য কিনলে মিডটাউন রোফ ফুডের খাবার ভাউচার ফ্রী পাচ্ছেন প্রতিটি গ্রাহক।

মোরসালিন চৌধুরী বলেন,সম্পুর্ন নতুন আঙ্গিকে দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুরু করলাম “Estilo Desire” নামীয় কাপড়ের দোকান।আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।পুরুষ ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে।আমরা বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা পুরুষদের ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031