২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৮
মোঃ আব্দুল কাইয়ুম
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে বিশদলীয় জোটের অন্যতম শরীক খেলাফত মজলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০মার্চ) রাতে শহরের কায়রান রেষ্টুরেন্টে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আগামী ২২ মার্চ মৌলভীবাজার শহরের পৌর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিতব্য দলটির মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা শাখার উদ্যেগে আয়োজিত জনসভা সফলের লক্ষে ও দলীয় আমীর ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক এর আগমনকে সামনে রেখে জনসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দলের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম এর পক্ষে লিখিত বক্তব্য দেন শহর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক ও একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষে সম্ভাব্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম প্রমুখ।
এসময় দলের জনসভা সফলের লক্ষে সাংবাদিকদের সহযোগিতা চান দলটির নেতৃবৃন্দ । এছাড়াও বিশদলীয় জোটের অন্যতম শরীকদল হিসেবে মতবিনিময় সভায় আগামী নির্বাচনে দলের প্রার্থীতা ও জোটের অবস্থান নিয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন দলটির নেতারা ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com