২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার :
মৌলভীবাজারে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৩ দিন ব্যাপী অমর একুশে বই মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে শহরের প্রেসক্লাব চত্বরে ফিতা কেটে ৩দিন ব্যাপী আয়োজিত বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ছড়াকার আব্দুল হামিদ মাহবুব।
উদ্বোধনের পর মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক উপনানন্দ বর্মণ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ রায় চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর জেলা সমন্বয়কারী আ.স.ম সালেহ সুহেল ও কবি জাহাঙ্গীর জয়েস।
তিনদিন ব্যাপী আয়োজিত বই মেলা আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766