৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
কপিল দেব স্টাফ রিপোর্টার
প্রতিটি উপহার প্যাকেটে ছিলো- ১০ কেজি চাল, ২ কেজি আলু , ১ কেজি ডাল, বিস্কুট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন।
আজ সারাদেশে আনন্দ উৎসবে উদযাপন করছে পদ্মা সেতু উদ্বোধনের দিনটি।
মৌলভীবাজারের জেলার ২৭৯৯ বর্গকিলোমাটারের মধ্যে ৮০০ বর্গকিলোমাটারেরও বেশি এলাকা বন্যা কবলিত। এ অবস্থায় ভিন্নভাবে দিনটি উযাপন করছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
মৌলভীবাজার জেলা প্রশাসন জানায়- বাংলাদেশের ১৬ কোটি মানুষ পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দের ভাগিদার। আর তাই মৌলভীবাজার জেলার বানভাসি মানুষদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে দুর্গত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে শনিবার (২৫ জুন) বিকেলে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ নিয়ে যান। হাতে তুলে দেন খাদ্য সামগ্রী।
এ সময় উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন-সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ বানভাসি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com