৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মুজিববর্ষে মৌলভীবাজার জেলায় প্রথম ধাপে ১১২৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় ৫৪২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে নবনির্মিত গৃহের ও জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল এই অনুষ্ঠানে যুক্ত হয়ে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মামুনুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মল্লিকা দে,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766