রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
বৃহস্পতিবার (২৫মে, ২০২৩) বেলা ৩.০০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুলিশ সুপার সদর থানায় পৌঁছালে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়।
এরপর সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাস এবং থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন