ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


মৌলভীবাজারে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামিলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

redtimes.com,bd
প্রকাশিত জুন ৮, ২০২৩, ০২:৪৪ অপরাহ্ণ
মৌলভীবাজারে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামিলীগের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কপিল দেব:

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সমাবেশ বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান।

সমাবেশে বক্তৃরা বলেন, ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য তার ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। ছয় দফা কর্মসূচি বাঙালির ‘‘মুক্তির সনদ’’ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। ৬ দফা আন্দোলন ছিল পাকিস্তানি ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্তির জন্য সংগ্রামের একটি টার্নিং পয়েন্ট। তৎকালীন পশ্চিম পাকিস্তানের নেতারা বুঝতে পেরেছিলেন যে, তারা যদি ৬ দফা দাবি মেনে নেন, তাহলে পূর্ব পাকিস্তান আর তাদের সঙ্গে থাকবে না। এর জন্যই ৭১ দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল।

একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।

বক্তৃরা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো আজমল হোসেন,পৌর ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল ও অজয় সেন,জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি এম এ রহিম শহিদ সিআইপি, জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031