মো: মোয়াজ্জেম হোসেন চৌধুরী:
আগামী ২৪ জুলাই ২০২৩ ইং মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন বাস্তবায়নে করণীয় বিষয় সমুহ নিয়ে আজ শনিবার (২০মে) দুপুরে চৌমুহনীস্থ দিল্লী রেস্টুরেন্টে এর হল রুমে জেলা কমিটির অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ জুলাই, সোমবার ২০২৩ ইং, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মোঃ কামাল হোসেন, সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ। উপস্তিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তজমুল হোসেন চৌধুরী, সিনিয়র সদস্য দুরুদ আলী, খালেদ চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক বেলায়েত আলী খান জুয়েল, সদস্য উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, সদস্য সচিব বদরুল হাসান জোসেফ, কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রফিকুল ইসলাম, কুলাউড়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম এ মালিক, জুড়ি জাতীয় পার্টির সদস্য সচিব বদরুল ইসলাম, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সুনাম উদ্দিন, জেলা জাতীয় সেচ্চাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাহিদ মিয়া, যুবনেতা জহিরুল আলম মুর্শেদ, আলী আজাদ।
উক্ত সভায় সম্মেলনকে সামনে রেখে সমগ্র জেলায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়া এবং জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রতিটি উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের নিজ নিজ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা করা সহ সম্মেলন উৎসবমুখর পরিবেশ সফল করার লক্ষ্যে প্রস্তাবিত সকল বিষয়ে ব্যাপক আলোচনার মাধ্যমে সভা সমাপ্তি হয়।
সংবাদটি শেয়ার করুন