প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
কপিল দেব মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠত হয়।
বুধবার (১০ জুলাই) সকালে পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এরপর তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন আনিসুর রহমান সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল, মৌলভীবাজার।
কল্যান সভার শেষে জুন/২০২৪ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেনঃ শ্রেষ্ঠ থানাঃ মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা। শ্রেষ্ঠ এসআইঃ সওকত মাসুদ ভুঁইয়া, এসআই (নিঃ) রাজনগর থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার : মোহাম্মদ আমির উদ্দিন, এসআই (নি:), কুলাউড়া থানা। শ্রেষ্ঠ সার্জেন্টঃ মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট, সদর ট্রাফিক, মৌলভীবাজার। শ্রেষ্ঠ জিআরওঃ মুসিবুর রহমান, এএসআই (নিঃ), সদর কোর্ট।
এছাড়া মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারসহ সার্বিক পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) এ.এইচ.এম মাহমুদুর রহমান এবং কনস্টেবল জীবন আহমেদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
আজকের কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com