রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে
সোমবার (০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে এই কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন।
এসময় সভায় জেলা পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য সদস্যদের সুবিধা-অসুবিধার কথা শোনেন ও সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি জেলা পুলিশের সকল পুলিশ সদস্যকে জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সুনামের সাথে কর্তব্য পালন করার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন