কপিল দেব স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আজ সোমবার (৬ জুন) সকাল ৮ ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয় ।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এ,বি,এম মুজাহিদুল ইসলাম পিপিএম এর সঞ্চালনায় উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
কল্যাণ সভায় গত ( ২১ মে) সরকারি দায়িত্ব পালনকালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শহীদ উপ পুলিশ পরিদর্শক সমীরণ চন্দ্র দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় তাঁর বিদেহি আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী, জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুল হাই চৌধুরী ও মৌলভীবাজার জেলার পুলিশের বিভিন্ন ইউনিট থানার অফিসার ইনচার্জগণ সংশ্লিষ্ট কর্মকর্তাগন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন