কপিল দেব স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
শুক্রবার (২৪ জুন) এ সময় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ আশ্রয় কেন্দ্রসহ অন্যান্য আশ্রয় কেন্দ্র থাকা ও বন্যাদূর্গতদের মাঝে প্রায় তিন শতাধিক মানুষ হতদরিদ্র, দুঃস্থ নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকগণের তথ্যাবধানে সদর উপজেলার শেরপুরে সারাদিনব্যাপি প্রায় তিন শতাধিক হতদরিদ্র রোগিদের মাঝে এসব সেবা দেয়া হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন ডাঃ যুবললীগের বিয়য়ক সম্পাদক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমন কান্তি ধর।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন