কপিল দেব:
মৌলভীবাজার নবাগত আইনজীবীদের “নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৫ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনের হল রুমে নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম -২০২৩ খ্রি:” ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল এডভোকেট এ.এম. আমিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এটর্নি জেনারেল মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরী। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ন্যায়, নিষ্ঠ ও আদর্শবান আইনজীবীর কোন বিকল্প নেই। সুষ্ঠু ও ন্যায় বিচার প্রাপ্তিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, শান্তিপূর্ণ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এটর্নি জেনারেল নবীণ বিজ্ঞ আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্ঠানে জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারসহ বিজ্ঞ বিচারকগন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বৃন্দ, আইনজীবীবৃন্দ সকল নবীন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আরোও অনেকেই।
সংবাদটি শেয়ার করুন