ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব, সম্পাদক কুটি

redtimes.com,bd
প্রকাশিত এপ্রিল ১, ২০১৮, ০৩:০৩ পূর্বাহ্ণ
মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব, সম্পাদক কুটি

মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সরওয়ার আহমদ পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে দুজন বিজয়ী হয়েছেন। বাংলাভিশন ও জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ১৬ ভোট ও এটিএন নিউজ/এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বি এ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল ১০ ভোট ও অশোক কুমার দাশ পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ পেয়েছেন ১২ ভোট। যুগ্ম-সম্পাদক পদে দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ১৪ ভোট, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম ১৩ ও দৈনিক বর্তমান প্রতিনিধি এস এম মেহেদী হাসান পেয়েছেন ৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ডিবিসি টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত ১৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এবারের নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে পার্থ সারথী পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান রাহেল নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে দেওয়ান মুক্তাদির গাজী, মোঃ আজাদুর রহমান, স,ই,সরকার জবলু, বকসী মিছবাহ্ উর রহমান, আফরোজ আহমদ নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ সালাম এর সভাপতিত্বে সাধারণ সভায় বিগত বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মৌলভীবাজার
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী। এসময় বক্তব্য দেন, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, ডাঃ সাদিক আহমদ, আজাদুর রহমান, বকসি ইকবাল আহমদ, মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, ফেরদৌস আহমদ, বিকুল চক্রবর্তী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930