৪ঠা মার্চ ২০২১ ইং | ১৯শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রাজনগর উপজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কামারচাক ইউনিয়নের কামারচাক বাজারে এই ক্যাম্প চালু করা হয়। এতে প্রায় পাঁচশতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব,সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ সহ ইউপি সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যরা। এসময় বন্যার্ত মানুষকে চিৎিসা ও পরামর্শ প্রদান করেন, ড. বিনেন্দু ভৌমিক,ড. সায়মা মুজাহিদ লিজা ও অন্যান্যরা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি বলেন, এবারের বন্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আমরাও সামাজিক দায়য়বদ্ধতা থেকে পেশাগত কাজের বাইরে সাংবাদিকরা তাদের পাশে দাঁড়িয়েছি। বন্যা পরবর্তী সময় মানুষের বিভিন্ন রোগবালাই দেখা দেয় তাই আমরা মেডিকেল ক্যাম্প করেছি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766