মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার উত্তর বাড়ন্তি গ্রামে ভাগ্যক্রমে আগুনের হাত থেকে স্বপরিবারে প্রানে রক্ষা পেলেন উত্তর বাড়ন্তি হাবিবুর রহমান উচ্চ বিবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তমাল কান্তি দেব। এসময় আগুনে পুড়ে ছাই হয়েছে ৩ টি খড়ের ফেইন।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) গভীর রাতে কে বা কারা ঘরের পাশে ৩ টি খড়ের ফেইনে আগুন ধরিয়ে দেয়। তখন শিক্ষক তমাল কান্তি দেব স্বপরিবারে ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা দেখে পাশে বাড়ির লন্ডলী আবু সাইদ গিয়ে তাদেরে ঘুম থেকে ডেকে তোলেন। তখন মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে এসে সাড়ে ৩ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
তমাল কান্তি দেব জানান, তার স্ত্রী উত্তর বাড়ন্তি সরকারী প্রাইমারী বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধবী দেব ও ছেলে তন্ময় কান্তি দেব তনু(১৭) সহ ঘরে ঘুমে ছিলেন। লন্ডনী আবু সাইদের ডাকে তারা প্রথমে ভেবেছিলেন ডাকাত এসেছে। পরে ঘুম থেকে উঠে দেখেন খড়ের ফেইনে আগুন জ্বলছে। কিছু সময়ের মধ্যে তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়তো।, খড়ের ফেইন ও গাছ পালা সহ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভাগ্যক্রমে তার পরিবারের লোক সহ পাশের ঘরে লোকজন প্রানে রক্ষা পেয়েছে।
সংবাদটি শেয়ার করুন