স’লিপকঃ
মৌলভীবাজার সদর মডেল থানায় কর্মরত দু’জন অফিসারকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় থানায় দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সগণদের উপস্থিতিতে মৌলভীবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিদায়ী এসআই (নিঃ) মোহাম্মদ বাছেদ মিয়া এবং এসআই (নিঃ) কে.এম.নূর-ই আলমদ্বয়ের হাতে বিদায়ী সংবর্ধনা ক্রেষ্ট তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মশিউর রহমান এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আবুল কালাম।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী তাঁর বক্তব্যে বিদায়ী অফিসারদ্বয়ের ভালো কর্মের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
বিদায়ী অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ বাছেদ মিয়া এবং এসআই (নিঃ) কে.এম.নূর-ই আলম তাদের বক্তব্যে বিগত কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনের সময় তাদেরকে সহযোগিতা করায় সকল অফিসার এবং ফোর্সদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন