ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


মৌলভীবাজার শহরে আওয়ামীলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

redtimes.com,bd
প্রকাশিত মার্চ ৮, ২০১৮, ০২:১২ অপরাহ্ণ
মৌলভীবাজার শহরে আওয়ামীলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের উদ্যেগে মৌলভীবাজার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
বুধবার (৭মার্চ ) দুপুর ১২টার দিকে শহরের চৌমুহনা এলাকার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রা বের করা হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের সাইফুর রহমান সড়ক (সেন্ট্রাল রোড) হয়ে কুসুমবাগ এস,আর প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে মিলিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাউর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য বেগম হুসনে আরা ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আছাদুজ্জামান রনি প্রমুখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, যুবলীগ নেতা ও তরুন সমাজকর্মী আলিম উদ্দিন হালিম।
উল্লেখ্য: জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বজ্র নিনাদ কন্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এ ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের এ ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অমূল্য প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণে তাদের ওয়ার্ল্ড মেমোরি রেজিস্টারে অন্তর্ভুক্ত করে স্বীকৃতি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930