মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের পরীক্ষাগারে প্রথম বারের মতো অত্যাধুনিক রোগ নির্ণয়কারী ডায়াগনস্টিক পরীক্ষা এম.আর.আই মেশিন চালু হয়েছে।
বুধবার দুপুরে মেশিনের উদ্বোধন করেন জাতীয় সংসদে প্যানেল মেয়র ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো প্রমুখ।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া এই মেশিনে এখন থেকে রোগীরা স্বল্প খরচে রোগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। সৈয়দা সায়রা মহসীন রেডটাইমস প্রতিবেদককে জানান, তার স্বামী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন । কিন্তু একটি বিশেষ মহলের কারণে তা সম্ভব হয় নি । তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই এম.আর.আই মেশিন চালু করলেন । ধারাবাহিক ভাবে এর পরে এই হাসপাতালে চালু হবে সিসি ইউ ।
সংবাদটি শেয়ার করুন