১১ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
কপিল দেব:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার রাজনগর) আসনের দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব ফজলুর রহমান।
মনোনয়ন ফরম বিক্রির ৩য় দিনে আজ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান’র পক্ষে নমিনেশন ফরম সংগ্রহ করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তপু।
এদিকে রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার রাজনগর) আসনের নেছার আহমেদ’র পক্ষে ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের উপঃ দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল রঞ্জন দাশ।
এছাড়াও মনোনয়ন ফরম বিক্রির ২য় দিনে আজ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান,দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃকামাল হোসেন’র পক্ষে নমিনেশন ফরম সংগ্রহ করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তপন পাল তপু। মৌলভীবাজার সদর রাজনগর – ৩ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পদক ও সাবেক কলেজ সংসদের ভিপি আব্দুল মালিক তরফদার (ভিপি) সোয়েব।
উল্লেখ” ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com