৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৩
সাত সাতটা দোয়েল চুরি করলো শুকতারাটাকে
মেঘের অম্বর স্তর থেকে দেখলাম চোখের কোণ দিয়ে
চিন্তাটা ওদের ডানার উপর বসিয়ে নিয়ে গেলে দূর কোথাও
জানি ;এই শহরের কেঊ তাকে খুঁজছে না-
গনগনে সুর্যালোক চায় সবাই
নবচেতনার সমতায়
দুর্মূল্যের স্বর্গের দিকে তাকালে অন্ধকার দেখায় …
আমিও কতগুলো দাগী শব্দকে ধরে রেখেছি
বেদনার ডোরাকাটা কাঁচের বয়ামে
সীসার দূষণে ওরা নির্বাক হয়ে আছে
সহজে প্রকাশ করি না তাদের
বারোক’ শৈলীতে মেঘে মেঘে ঢেকে রাখি …
নিস্তেজ হয়ে যাওয়া ভালোবাসারা আজকাল অস্থিমজ্জাসার,
বিশ্বাস আর বৈধতাকে রেস্কিউ’ করে রেখেছি নিজের জিম্মায়-
তবে নিতে পারো যদি কেউ
মনে করো তাও-
যদি সত্যিই নিতে চাও……
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com