৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৫
এসবিএন ডেস্ক:
বাংলাদেশের মহান বিজয়ের ৪৪ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আওয়ামীলীগ উইরাল শাখার উদ্যেগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান ১৩ ডিসেম্বর (রবিবার) রাতে স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি আহমেদ চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি ছুরাবুর রহমান।
সভা শুরুতেই সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা সহ সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও বাংলাদেশের মহান মুক্তিযোদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এবং আগামী প্রজ¤েœর কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তোলে ধরতে সকলের কাছে অনুরোধ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানচেষ্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, ওল্ডহাম আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল ম্ান্নান, ওল্ডহাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফাজ্জিল খান, উইরাল আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল আলম চৌধুরী জুয়েল, চেশিয়ার এন্ড নর্থ ওয়েলস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাকিম আলী, চেশিয়ার এন্ড নর্থ ওয়েলস আওয়ামীলীগের নেতা এটিএম লোকমান, উইরাল বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি রুহুল ইসলাম, ফয়সল আহম্দ, নানু মিয়া সহ আরো অনেকই ।
সভায় পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন উইরাল আওয়ামীলীগের নেতা আব্দুল মালিক।
সভাশেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে আগত অতিথিরা প্রাণ ভরে আনন্দ উপভোগ করেন। এতে কন্ঠ শিল্পী আজিজুর রহমান সাগর, জুয়েল চৌধুরী সহ বেশ কয়েকজন গান পরিবেশন করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com