যুক্তরাষ্ট্রও এবার জিকা ভাইরাস আতঙ্কে

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬

যুক্তরাষ্ট্রও এবার জিকা ভাইরাস আতঙ্কে

এসবিএন হেলথ ডেস্ক: যুক্তরাষ্ট্রেও ঢুকে পড়েছে জিকা ভাইরাস আতঙ্ক৷ যুক্তরাষ্ট্রের দু’জন নাগরিকের শরীরেও সংক্রমণ ধরা পড়েছে৷ নাগরিকদের কিছু দেশে যাওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে৷ ওদিকে সেনাবাহিনী নামিয়েও সংকট কাটাতে পারছেনা ব্রাজিল৷

দক্ষিণ অ্যামেরিকার দেশ বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ফ্রেঞ্চ গিনি, গুয়াতেমালা, গায়ানা, হন্ডুরাস, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সুরিনাম এবং ভেনেজুয়েলায় যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের মানুষ এখন নিশ্চয়ই বহুবার ভাববেন৷

দেশগুলোতে যে জিকা ভাইরাস ছড়াতে শুরু করেছে! ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোস, গুয়াদেলোপ, হাইতি, মার্টিনিক, সেন্ট মার্টিন এবং পুয়ের্তোরিকোতেও এখন মানুষের শরীরে ভয়ংকর জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে৷ কেপ ভের্দে, পশ্চিম আফ্রিকা এবং সামোয়াতেও আতঙ্ক ছড়াতে শুরু করেছে জিকা ভাইরাস আতঙ্ক৷

যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যে এই দেশগুলোতে যাওয়ার ব্যাপারে নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে৷ অন্তঃসত্ত্বা নারীদের এ সব দেশ ভ্রমণের বাতিল করারও অনুরোধ জানানো হয়েছে৷ যাঁরা এ সব দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছিলেন, যুক্তরাষ্ট্রের দু’টি বিমান পরিবহন সংস্থা তাঁদের টিকিটের টাকা ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে৷

মঙ্গলবার ভার্জিনিয়া ও অ্যারাকানসাসে দু’জনের দেহে জিকা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়ার খবর প্রকাশের পরই যুক্তরাষ্ট্র জুড়ে ছড়াতে থাকে আতঙ্ক৷ ভার্জিনিয়া ও অ্যারাকানসাসের স্বাস্থ্য কর্মকর্তারা দুই ব্যক্তির জিকা ভাইরাসে সংক্রমণের খবর জানালেও সংক্রমিত ব্যক্তিদের নাম প্রকাশ করেননি৷

তবে তাঁরা জানিয়েছেন, বছরের এই সময়টায় যুক্তরাষ্ট্রে সাধারণত মশা দেখা যায় না, সুতরাং সংক্রমিত দুই ব্যক্তির মাধ্যমে অন্য কারো জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম৷

জিকা ভাইরাস ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশার মাধ্যমেই মানুষের দেহে প্রবেশ করে৷ চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন, এক ধরনের মশা জিকা ভাইরাসে সংক্রমিত হওয়ার পর কোনো মানুষকে কামড়ালে সেই মানুষটিও সংক্রমিত হয়৷

দেখা গেছে, অন্তঃসত্ত্বা নারী জিকা ভাইরাসে সংক্রমিত হলে অনেক ক্ষেত্রে সন্তান ছোট মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে৷ শিশুদের এ অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘মাইক্রোসেফালি’ বলা হয়৷

‘মাইক্রোসেফালি’ হলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো হয় না, ফলে শিশুর বুদ্ধি প্রতিবন্ধী হওয়া, শারীরিক বৃদ্ধি অস্বাভাবিক বা বিলম্বিত হওয়া থেকে শুরু করে অকালে মারা যাওয়ার আশঙ্কাও বেড়ে যায়৷

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930