শহিদুল ইসলাম:
গত শনিবার (২৭ মে হ্যামট্রমিকস্থ আল মদিনা রেষ্টুরেন্ট হল রুমে মিশিগান বাংলাদেশি কমিনিটি উদ্যোগে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়াশিংটন ডিসি’র কাউন্সিলর আরিফা রহমান রুমা মিশিগান আগমন উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদান সিনেটর পল ওয়নো ও মিশিগান ষ্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোনের পক্ষে ট্রিবিউট পড়ে হস্তান্তর করেন টেন কংগ্রেসনাল ডেলিগেট ও ফিজারেল শিক্ষা বোর্ড এর ট্রাস্টি ড. খাজা শাহাব আহমদ
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন মিশিগান বাংলাদেশি কমিউনিটি’র অন্যতম নেতা নজরুল রহমান ও অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট দীপক চৌধুরী।
এসময় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
প্রধান অতিথি মিশিগান আগমন করলে বাংলাদেশি কমিনিটি’র পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা, সাংস্কৃতিক, নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
সংবাদটি শেয়ার করুন