৫ই মার্চ ২০২১ ইং | ২০শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
যুক্তরাষ্ট্রে একদিকে টিকা দেওয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে অন্যদিকে পাওয়া যাচ্ছে নতুন মৃত্যুর খবর । এ পর্যন্ত সেখানে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে।
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশংকা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।
এদিকে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফসি এনবিসির ‘মিট দ্য প্রেস’কে বলেছেন, ‘এটি ভয়ংকর। এটি ঐতিহাসিক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির পর গত ১০০ বছরের বেশি সময় ধরে আমরা এর কাছাকাছি ধরনেরও কিছু দেখিনি।’
ফসি আরও বলেন, ‘আপনি সংখ্যার দিকে নজর দিলে হতবাক হয়ে যাবেন। এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য।’
বাংলাদেশ সময় সোমবার রাতে ওয়ার্ল্ডওমিটার ইনফোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৩২২ জন।
ফসি উল্লেখ করেন, জানুয়ারিতে সংক্রমণ তীব্র হওয়ার পর এখন কমছে। কিন্তু স্বাভাবিক জীবন এখনও অনেক দূরের বিষয়।
এদিকে দেশটিতে এ পর্যন্ত ছয় কোটি ১০ লাখ মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এক কোটি ৮০ লাখ লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে।
বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766