১৬ই জানুয়ারি ২০২১ ইং | ২রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫
এসবিএন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও কিউবা দেশ দুটি আবারো বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য এক সমঝোতায় এসেছে। নাম প্রকাশ না করে কিউবা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন এ বিষয়ে একটি ঘোষণা খুব তাড়াতাড়ি আসবে। তবে কবে নাগাদ এই বিমান চলাচল শুরু হবে তার দিনক্ষণ এখনি বলা সম্ভব হচ্ছে না কারণ কিউবার সরকার ও যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর মধ্যে যে আলোচনা হবে সেটাতে কয়েক মাস সময় লাগতে পারে। দীর্ঘদিনের শীতল সম্পর্কের পর গত বছরই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক তরতাজা করা হয়। ৫৪ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবার হাভানাতে এ বছরের আগস্টে দূতাবাস খোলে।
এমন পরিস্থিতিতে বিমান চলাচলের বিষয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এক হিসেবে বলা হচ্ছে এ বছরের কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভ্রমণের পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। হাজার হাজার আমেরিকার নাগরিক এই দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণে যান। মাসের পর মাস সেখানকার হোটেলগুলো বুক করেন তারা। কিন্তু তাদেরকে এই ভ্রমণের ব্যবস্থা করতে হয় কঠিন সব উপায়ে, হয় চার্টার ফ্লাইট বুক করে নতুবা তৃতীয় কোনো দেশ হয়ে যেতে হয়। আনুষ্ঠানিক চুক্তি হলে ধারণা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দিনে এক ডজনের বেশি বিমান যাতায়াত করবে কিউবাতে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766