৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫
এসবিএন নিউজ: আঞ্জুমানে আল-ইসলাহর মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি মাওলানা আকমল আলীকে (৭৮) মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আকমলসহ চারজনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল মৌলভীবাজারের ৪ জন মানবতাবিরোধী অপরাধীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই দিনই তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের তার নিজ গ্রাম থেকে আকমল আলীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ।
মেৌলভীবাজার পুলিশ প্রশাসন সুত্রে জানা গেছে, বাকী তিন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মহান মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, লুট-পাট, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণের মতো বেশ কয়েকটি সুস্পষ্ট অভিযোগ এই চারজনের বিরুদ্ধে রয়েছে বলে জানা গেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com