এসবিএন ডেস্ক:
২০১৩ সালে জামাত শিবিরের হাতে নিহত যুবলীগ নেতা মেহেদী হাসান জজ মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় সরসকাটি বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে সরসকাঠি দাখিল মাদ্রাসার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন