২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
’৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৪৯তম শহীদ দিবসে এসে বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন বলেন “শহীদ আসাদ যুব জাগরণের প্রেরণা, ১৯৬৯ থেকে ২০১৮ এই দীর্ঘ সময়ে স্বাধীন রাষ্ট্র সহ অনেক লড়াই সংগ্রাম হয়েছে। কিন্তু সমাজ, রাষ্ট্রের কোন আমূল কোন পরিবর্তন হয়নি। যেখানে আমাদের এগিয়ে যাওয়ার কথা সেখানে আমরা একইবৃত্তে আবর্তমান। লড়াই চলছে কখনও গণতন্ত্র রক্ষায় আবার কখনও পুনরুদ্ধারে। ধনিক-বনিক প্রতিক্রিয়াশীল লুটেরাদের হাতে আমাদের গণতান্ত্রিক অধিকার জিম্মি হয়ে যায় বারবার। শহীদ আসাদ যে যুব সমাজকে লড়াইয়ে উদ্বুদ্ধ করে গেছে তারাও আজ রাজনৈতিক অপশক্তির কাছে মাথানত করছে বেকারত্ব ও অনিশ্চিত ভবিষ্যতের হতাশায়।” এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর সহ সভাপতি মো: তৌহিদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেলাল বাঙালি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এখলাসুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুন মোল্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লালপতাকার সমাবেশে বোমা হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা
২০০১ সালে পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির জনসভায় বোমা হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ যুব মৈত্রী শ্রদ্ধা নিবেদন করেছে। আজ সকাল ১০টা ৩০ মিনিটে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বাংলাদেশ যুব মৈত্রী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, সভাপতি মো: তৌহিদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেলাল বাঙালি, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এখলাসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com