২০শে জানুয়ারি ২০২১ ইং | ৬ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৫
এসবিএন ডেস্ক:
গুজব শোনা যাচ্ছে, ছোটবেলার বন্ধু শাওনকে বিয়ে করেছেন নায়িকা মাহিয়া মাহি। সেই গুজবের ওপর ভর করে অনেক ডালপালা ছড়িয়েছে, এমনকি গণমাধ্যমও বিয়ের খবর প্রকাশ করে দিয়েছে পুরোনো ছবি দিয়ে! কিন্তু বিষয়টি নিয়ে মাহিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘শাওন আমার পুরোনো বন্ধু, আমরা বিয়ে কেন করব? শাওন মজা করে একটা স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে সবাই নিউজ করছে, এটা হাস্যকর। তবে যেকোনো দিন আমি বিয়ে করতেই পারি।’
এদিকে, মাহি গত ১১ ডিসেম্বর ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘মিস ইউ শাওন, টু মাচ মিসিং।’ অন্যদিকে মাহির জন্মদিনের দু’দিন আগে ২৫ অক্টোবর শাওন নিজের স্ট্যাটাসে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে টু মাই ওয়ান্ডারফুল ওয়াইফ।’ ফেসবুকে এসব স্ট্যাটাস থেকেই যে গুজবের ডালপালা ছড়িয়েছে। এসব স্ট্যাটাস লেখারই বা অর্থ কী?
জবাবে মাহি বলেন, ‘আমরা অনেক ভালো বন্ধু, আমাদের মধ্যে পারিবারিকভাবে খুব ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়া ওদের সঙ্গে আমার ছবি সব সময়ই ফেসবুকে আপনারা দেখতে পাবেন। আমরা নিজেদের মধ্যে সবকিছুই শেয়ার করি। আবার নিজেদের মধ্যে অনেক ফান করি। তা ছাড়া দুই মাস আগের একটা স্ট্যাটাস দেখে, সেখান থেকে কিভাবে এখন নিউজ হয়, এটা আমি বুঝি না।’
তো, এই খবর প্রকাশের পর পরিস্থিতি সামলাচ্ছেন কিভাবে? মাহি বলেন, ‘আমি মোবাইল ফোন সামনে নিয়ে বসে আাছি। কারণ আমি জানি, বিভিন্ন গণমাধ্যম থেকে আমাকে ফোন করে জানতে চাইবে, আসলে বিষয়টা কি। আর আমাকে ফোনে না পেলে হয়তো লিখে দেবে ঘটনার পর থেকেই মোবাইল বন্ধ মাহির। তাই এখন সবািই সকল প্রশ্নের জবাব দিচ্ছি।’
মাহি বারবারই নিশ্চিত করেন, তিনি বিয়ে করেননি। কিন্তু তার মানে তো এই নয় যে তিনি কখনোই বিয়ে করবেন না, তাই না?
মাহি হেসে বলেন, ‘যেকোনো দিন আমি বিয়ে করতে পারি। তবে এভাবে গোপনে বিয়ে করবো না। ইউটিউবে আমি অনেক বিয়ের অনুষ্ঠান দেখেছি। আমার ইচ্ছা, সুন্দর একটা অনুষ্ঠান হবে আমার বিয়েতে। লুকিয়ে বিয়ে করব কেন? আপনাদের সবাইকে জানিয়েই বিয়ে করব। তখন নিউজের হেডলাইন হবে এমন ‘আমার বিয়ে আপনাদের দাওয়াত : মাহি’।
আপাতত বিয়ের কোনো চিন্তা আমার নেই। চলচ্চিত্রে কাজ করতে এসে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তাতে চলচ্চিত্রের প্রতি আমার কিছু দায়ও আছে। আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো চলচ্চিত্র আপনাদেরকে উপহার দিতে পারি।’
‘ভালোবাসার রং’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত ও দৃঢ় করে নিয়েছেন তিনি। আলোচনা-সমালোচনা দুটোই আছে এই নায়িকাকে ঘিরে। সর্বশেষ ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766